পানছড়ি উপজেলায় একমাত্র জিপিএ ৫ পেয়েছে শারমিন


admin প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ন /
পানছড়ি উপজেলায় একমাত্র জিপিএ ৫ পেয়েছে শারমিন

শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এবারের এসএসসির ফলাফলে জিপিএ ৫ পেয়েছে মাত্র একজন। ২৮ জুলাই শুক্রবার অনলাইনে ফলাফল ঘোষনার পর এ তথ্য নিশ্চিত করেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ। জানা যায়, উপজেলার একমাত্র জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর নাম শারমিন আক্তার। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে পড়ুয়া শারমিনের রোল ১২৮৩২৮ ও রেজি নং২০১৪৭৬৭০৮৪। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: রইছ উদ্দিনের মেয়ে। ফলাফলে দারুণ খুশী হওয়া শারমিনের স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হবে। মা-বাবা, বিদ্যালয়ের শিক্ষক ও এম এ আজিজ কোচিং সেন্টারের ইমতিয়াজ উদ্দীন হেলাল স্যারের প্রতি কৃতজ্ঞতা কথা জানায় সে। এবারের পানছড়ি উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৫৩জন। যার মাঝে পাশ করেছে মাত্র ৫২৮জন। জিপিএ ৫ খরা ও ফলাফল বিপর্যয়ে অভিভাবকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।