পানছড়ির বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সফল সমাপ্তি


admin প্রকাশের সময় : জানুয়ারি ৩০, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ন /
পানছড়ির বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সফল সমাপ্তি

 

শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সুন্দর সমাপ্তি হয়েছে। দুই দিন ব্যাপী আয়োজিত ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা উপলক্ষে নানান আয়োজন সাজিয়েছিল উপজেলা প্রশাসন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের তত্বাবধানে এবারের মেলাটি ছিল দৃষ্টিনন্দন। এ উপলক্ষে পানছড়ি উপজেলা পরিষদ মাঠকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। বাহারী বেলুন আর পেস্টু ভরা ষ্টলগুলো দেখতে ছিল নজরকাড়া। মোট এগারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় উদ্ভাবনী মেলায়। অতিথি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় ঘুরে ঘুরে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন উদ্ভাবন দারুণভাবে উপভোগ করেন। ৩০’জানুয়ারী মঙ্গলবার বিকাল চারটায় পুরস্কার বিতরনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাছান, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমাসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগন। শাহজাহান কবির সাজু