পানছড়ির অনাথ শিশু ও পরিবারদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ


admin প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন /
পানছড়ির অনাথ শিশু ও পরিবারদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ

পানছড়ি প্রতিনিধি : পানছড়ি উপজেলার ৯৬টি অনাথ ও এতিম পরিবারের ১৩১ জনের মাঝে নানান সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। যার মাঝে ছিল স্কুল ব্যাগ, ছাতা, চেয়ার-টেবিল, পানির বোতল, টুথব্রাশ ও টুথপেষ্ট। এই মহতী উদ্যেগের আয়োজক ছিল ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দা লাইফলং সাকসেস অফ অরফান চিলড্রেন ইন বাংলাদেশ (সফল) প্রকল্প। যার বাস্তবায়নে ছিল জাবারাং বল্যাণ সমিতি।
৩’এপ্রিল বুধবার সকাল এগারটায় পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয় ৫০টি করে স্যানেটরি ন্যাপকিন, দুটি করে ওয়াটার ফিল্টার, দুই লিটার করে হ্যান্ডওয়াশ, ৪টি করে বালতি-মগ ও দুটি করে জগ-গ্লাস। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা উষা মগ, উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার বাবলী খীসা, জাবারাং এর প্রজেক্ট কো অডিনেটর জ্ঞানদর্শী চাকমা ও উপজেলা কো-অডিনেটর বিদ্যুৎ জ্যোতি চাকমা উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।