পানছড়িতে পুষ্টি কার্যক্রম জোরদারকরণে গোলটেবিল বৈঠক


admin প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৩, ৮:২৩ অপরাহ্ন /
পানছড়িতে পুষ্টি কার্যক্রম জোরদারকরণে গোলটেবিল বৈঠক

শাহজাহান কবির সাজু : পার্বত্য জেলার প্রেক্ষিতে পুষ্টি কার্যক্রম জোরদারকরণ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৯’জুলাই বুধবার সকাল ১১’টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ্ বৈঠক অনুষ্ঠিত হয়। লিডারশিপ টু এনশিউর এডইকুয়েট নিউট্টিশন (লিন) প্রকল্পের সহযোতিায় এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সমাপন চাকমা, ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, উচিত মনি চাকমা, লিন প্রকল্পের উপজেলা কো-অডিনেটর ডরথী চাকমাসহ উপজেলা পুষ্টি কমিটির সকল সদস্যরা। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে পুষ্টির বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করা হয়।