পানছড়িতে দৃষ্টিনন্দন সাজে প্রধানমন্ত্রীর উপহারের ঘর


admin প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৩, ৮:৩২ অপরাহ্ন /
পানছড়িতে দৃষ্টিনন্দন সাজে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

শাহজাহান কবির সাজু : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরগুলো দৃষ্টিনন্দন সাজে সাজিয়েছেন পানছড়ির উপকারভোগীরা। ঘরের চারিপাশের্^ ফলে-ফুলে ভরা বাগান দৃষ্টি কাড়ে পথচারীদের। বাড়ির আঙিনায় ও খালি জায়গায় সাজানো হয়েছে বিভিন্ন ফলদ বাগান সাথে নানান সবজি। ফুল, ফল আর সবজিতে ভরা দৃষ্টিনন্দন বাড়িটিতে পরিস্কার-পরিচ্ছন্নতার এক ফোটাও কমতি নেই। এমনি এক অপরুপ সুন্দরের দৃশ্য নজরে পড়ে পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির কুঞ্জরামপাড়ায়। সাজানো-গুছানো ফুলের বাগানে পরিচর্যায় ব্যস্ত উপকারভোগী পরিবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া এনসন চাকমা। সে জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের সুন্দর একটি ঘর আমরা পেয়েছি। পানছড়ির বিভিন্ন গ্রামে গ্রামে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। তাই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাছাড়া প্রধানমন্ত্রী বলেছেন বাড়ির আশে-পাশে জায়গা পতিত না রেখে ফলদ গাছ লাগাতে। তাই নানান জাতের আমের পাশাপাশি ঘরের সামনে সাজিয়েছি ফুলের বাগানে। মানিক্যা পাড়াতেও প্রধানমন্ত্রীর উপহারের দেয়া ঘরগুলোও দেখতে বেশ চমৎকার। ঘরের বারান্দায় কোমর তাঁতের মাধ্যমে পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক পিনন বানাচ্ছিলেন গৃহবধু জুহেলা চাকমা। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে দারুণ খুশী বলে তিনিও জানালেন। সুবিধাভোগী কৃতি ফুটবলার জুবাইর ইমন, উমিয়া মারমা, ঝুনা চাকমা জানায়, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ সরেজমিনে এসে যাছাই-বাচাই করেই উপহারের ঘরগুলো প্রদান করেছেন। এই মহতী উদ্যেগের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, ২০২০-২১, ২১-২২ ও ২২-২৩ অর্থবছরে পানছড়ি উপজেলায় সর্বমোট ৭২৩ টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়।