পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ


admin প্রকাশের সময় : মার্চ ১, ২০২৪, ৮:৪০ অপরাহ্ন /
পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়িতে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় আয়েশা আক্তার নামে ৮ মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। হৃদয় বিদারক এ ঘটনায় মামলা হয়েছে থানায়। পল্লী চিকিৎসক স্বপন চক্রবর্তীকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুর পিতা মহালছড়ির চৌংড়াছড়ির বাসিন্দা আমিনুল ইসলাম জানান, ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সর্দি-ঠান্ডাজনিত অসুস্থ তার শিশু কন্যা আয়েশা আক্তারকে চিকিৎসার জন্য মহালছড়ি বাজারের উষা ফার্মেসির পল্লী চিকিৎসক স্বপন চক্রবর্তীর কাছে নিয়ে আসে।

ঐ পল্লী চিকিৎসক শিশুটিকে প্রথমে নেবুলাইজার দেন এবং পরে ইনজেকশন পুস করেন। এতে শিশুটির অবস্থা অবনতি হলে ঐ চিকিৎসক শিশুটিকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলে। হাসপাতালে নেওয়া হলে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থায়ীদের মাঝে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে মহালছড়ির থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং লাশসহ পল্লী চিকিৎসককে থানায় নিয়ে যায়। আমিনুল ইসলামের অভিযোগ করে আরও বলেন, পল্লী চিকিৎসক স্বপন চক্রবর্তীর ভুল চিকিৎসার কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ঘটনায় শিশুর পিতা আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছে। মামলা নং ৫, তারিখ,২৭ ফেব্রুয়ারি-২০২৪ । ৩০৪(ক) ধারায় এ মামলা হয়েছে।