খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : পবিত্র মাহে রমজানের প্রথম দিনে এতিমখানার ছাত্রদের সাথে ইফতার করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর। ১২ মার্চ মঙ্গলবার খাগড়াছড়ি জেলার পূর্ব ইসলামপুর দারুল উলুম আলিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায়, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধরের উদ্যোগে অত্র মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য ইফতার এর আয়োজন করা হয়। এসময় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর বলেন, পূর্বের মতই অত্র প্রতিষ্ঠানের প্রতি যথাসাধ্য সাহায্য সহযোগিতা করা হবে। এসময় তিনি মাদ্রাসার সকল এতিম ছাত্রদের খোঁজ নেন এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে শুনেন। তিনি ছাত্রদের থাকার স্থান ও খাবার পরিবেশ তদারকি করেন। পবিত্র রমজান মাসে অত্র মাদ্রাসার কমিটির সদস্য ও শিক্ষকদের ছাত্রদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার তাগিদ দেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার জন্য বলেন। পরবর্তীতে তিনি এতিম ছাত্রদের সাথে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন এবং এতিম ছাত্রদের নিজ হাতে ইফতার বণ্টন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)মোঃ জসীম উদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর হোসেন, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :