পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে পানছড়ির বন্ধু মহল


admin প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন /
পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে পানছড়ির বন্ধু মহল

শাহজাহান কবির সাজু : প্রকৃতিতে বইছে দাবদাহ। সারা দেশের ন্যায় পাহাড়েও তীব্র গরমে মানুষ অতিষ্ট। এই তীব্র গরমে সাধারণ মানুষের কথা চিন্তা করে পথচারীদের মাঝে সুপেয় শরবত বিতরনের উদ্যেগে গ্রহন করেছে পানছড়ি সামাজিক সংগঠন বন্ধু মহল। ২৯’এপ্রিল সোমবার সকাল দশ’টা থেকে এই ব্যতিক্রমী আয়োজন প্রশংসা কুড়িয়েছে সকল মহলের। ভ্যান গাড়িতে করে পানছড়ি বাজারসহ প্রধান প্রধান সড়কে এই শরবত বিতরণ করা হয়। শ্রমজীবি, পথচারী থেকে শুরু করে সকলের হাতেই পৌঁছে দেয়া হয়েছে এক গ্লাস শরবত। তীব্র দাবদাহে এক গ্লাস ঠান্ডা শরবত পান করে সকলের মুখে দেখা গেছে তৃপ্তির ঢেঁকুর।
বন্ধু মহলের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা জানান, আসলে আমরা প্রচন্ড গরমের মাঝে এক গ্লাস শরবত নিয়ে সেবা দিতে এসেছি মাত্র। গরমের তীব্রতা বেশী থাকলে সামনেও শরবত বিতরণ কার্যক্রম চলমান থাকবে। পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাথ দেব জানান, চমৎকার একটি আয়োজন। তৃষ্ণার্থ মানুষের জন্য এই সেবাটা অতি উত্তম একটি সেবা। মহান সৃষ্টিকর্তার কাছে তিনি বন্ধু মহলের প্রতি আর্শিবাদ কামনা করেন।