নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ


admin প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৪, ৮:১৫ অপরাহ্ন /
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন।
০৯ মার্চ শনিবার সকাল ১১ টায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে শাপলা চত্বর পর্যন্ত বিভিন্ন দোকানপাট ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আবু তালেব, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সহ-আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরা, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম পারভেজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, সহ-সভাপতি বাচ্চু আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।