প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদরস্থ উপজেলা অফিসার্স ক্লাব মিলায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো: জসিম উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম। সেমিনারে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম,খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা,কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুনীল কান্তি চাকমা,পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরাসহ বিভিন্ন ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :