নাইক্ষ্যংছড়িতে ২৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর


admin প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৩, ৮:৪১ অপরাহ্ন /
নাইক্ষ্যংছড়িতে ২৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

 

মোহাম্মদ ইউনুছ : নাইক্ষ্যংছড়িতে ২৯ টি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ৪ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০ দশটায় নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউজে আসলে নাইক্ষ্যংছড়ি থানার একটি চৌকস দল মন্ত্রীকে গার্ড অভ ওনার প্রধান করেন। এর পর মন্ত্রী রেস্ট হাউজের নতুন ভবন, হাজী এম এ কালাম সরকারি কলেজের নির্মিত আধুনিক গেইট, দলীয় কার্যালয়ের ভবনসহ সোনাইছড়ি ইউনিয়নে এলজিডি, পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন প্রায় ২৮ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুর ১ টায় সোনাইছড়ি বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী বীর বাহাদুর। এ সময় মন্ত্রী বলেন, কে কোন জাতি তা বড় কথা নয়, আপনি শিক্ষা দিয়ে আপনার যোগ্যতা প্রমাণ করুন। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে পাহাড়ি বাঙালিরা শান্তি সম্প্রীতির বন্ধনে আজ বসবাস করছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ব্যাপক উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে। এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক, এলজিডির নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু শাহা প্রমূখ।
মন্ত্রী সোনাইছড়িতে ঢেউ টিন এবং অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। বিকাল ৩ টায় তিনি সড়ক পথে বান্দরবানের উদ্দেশ্য নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।