মোহাম্মদ ইউনুছ ,নাইক্ষ্যংছড়ি : সারাদেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে “স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার”এই প্রতিপাদ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকরিয়া সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা শামিমা আক্তার , এলজিইডি প্রকৌশলী নজুরুল ইসলাম,কৃষি অফিসার ইনামুল হক, শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, প্রাণীসম্পদ কর্মকর্তা প্রবীর দেব,পরিসংখ্যান কর্মকর্তা রীমন রুদ্র,জনস্বাস্থ্য প্রকৌশলী শাহা আজিজ, দৌছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন প্রমুখ। এছাড়া উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন পরিষদের সচিব ও এলজিইডি সড়ক রক্ষণাবেক্ষণ কর্মীগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :