দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২, ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন /
দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধি : দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিটিভির জেলা প্রতিনিধি এ্যাড. জসিম উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সাঙ্গু পত্রিকার জেলা প্রতিনিধি মো: মোবারক হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপন্থিত ছিলেন, সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো: জুলহাস উদ্দিন, সাংবাদিক জাফর সবুজ, আব্দুর রউফ, রিপন সরকার, নুর মোহাম্মদ হৃদয়, রহিম হৃদয়, আকতার হোসেন ও খোকন বিকাশ জ্যাক ত্রিপুরা প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।