দৈনিক যুগান্তরে এমপির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ; প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন /
দৈনিক যুগান্তরে এমপির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ; প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

দৈনিক যুগান্তরে এমপির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ; প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ


রামগড় অফিস:
খাগড়াছড়ির স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রামগড় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগড় বাজারের পুলিশ বক্সের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, যুুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী প্রমুখ।

বক্তারা এসময় বলেন, খাগড়াছড়ির জনপ্রিয় রাজনৈতিক নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে যখন আওয়ামীলীগ ঐক্যবদ্ধ সেখানে তাঁর জনপ্রিয়তায় ভীত হয়ে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। দৈনিক যুগান্তর পত্রিকায় যে সংবাদ উঠে এসেছে তা উদ্দেশ্য প্রনোদিত। বক্তারা সংবাদের নিন্দা জানিয়েছেন।
এসময় রামগড় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় “কুজেন্দ্র ত্রিপুরার সম্পদের পাহাড়” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।