দেশের জন্য ছাত্র যুবকরাই সম্পদ, দূর্গম এলাকার জনগোষ্ঠি সরকারী সুযোগ-সুবিধা সম্পর্কে জানে না -জেলা পরিষদ চেয়ারাম্যান মংসুইপ্রু চৌধুরী।


admin প্রকাশের সময় : জুন ২৩, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন /
দেশের জন্য ছাত্র যুবকরাই সম্পদ, দূর্গম এলাকার জনগোষ্ঠি সরকারী সুযোগ-সুবিধা সম্পর্কে জানে না -জেলা পরিষদ চেয়ারাম্যান মংসুইপ্রু চৌধুরী।

মো: সোহেল রানা॥
খাগড়াছড়ি সরকারী কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে জেলা নাগরিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের সদস্যদের পরামর্শ সভা করা হয়েছে।
বুধবার(২৩জুন) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ‘র কনফারেন্স রুমে দাতা সংস্থা সুইজারল্যান্ড‘র সহযোগীতায় তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়নে আস্থা প্রকল্পের আয়োজনে তৃনমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা নাগরিক প্লাটফর্ম যুগ্ম-আহবায়ক তৃনা চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা নাগরিক প্লাটফর্ম‘র সদস্য সচিব সাংবাদিক অনু দত্ত। বিশেষ অতিথি হিসেবে পরামর্শ মূলক বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা সহকারী পুলিশ সুপার মো: জসীমউদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ‘র প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি শহর সমাজ সেবা উপপরিচালক মো: জসীম উদ্দিন, জেলা যুব উন্নয়ন পরিচালক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুম্মিতা খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা ও শতরূপা চাকমা প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, যে সমস্ত সরকারী ও বেসরকারী সংস্থা বা প্রতিষ্ঠান নাগরিক সুবিধার জন্য সেবা প্রদান করছে এই সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীকে জানাতে হবে এবং জানানোর ব্যবস্থা করতে হবে। কাউকে পিছিয়ে ফেলে রাখা যাবে না। আমাদের মানসন্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। কারিগড়ি শিক্ষার দিকে নজর বাড়াতে হবে। বেকার যুবকদের আতড়বকর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যুবরা আয় করতে পারবে। জেলা পরিষদ থেকে যুবদের জন্য এ ধরণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে তাই যুবরা এই প্রকল্পের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে। “আমরা গ্রাম পর্যায় থেকে সকল প্রকার সহিংসতা প্রতিরোধ ও শান্তি সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠায় জেলা পরিষদ, নাগরিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপ একযোগে কাজ করে যাব। আমরা চাই মানুষের মুল্যবোধ, চিন্তা-চেতনা, সংস্কৃতির মাধ্যমে সুষ্ঠ সমাজ গড়তে। যেখানে মানুষের মধ্যে সহমর্মিতা, আধুনিক চিণÍা ও জীবনমান উনড়বয়নে নানামুখী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এই কাজগুলি টাকা দিয়ে পাওয়া যায না একমাত্র মানুষের মধ্যে স্বেচ্ছাসেবী মনোভাব আর সদিচ্ছা থাকলেই এই কাজ করা সম্ভব।