দৃষ্টিনন্দন আয়োজনে পানছড়িতে বিজয় দিবস উদযাপিত


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ন /
দৃষ্টিনন্দন আয়োজনে পানছড়িতে বিজয় দিবস উদযাপিত

 

পানছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় দৃষ্টিনন্দন আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিনের শুরুতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠকে নানান রংয়ের পতাকায় সাজানো হয়েছিল বাহারী সাজে। সকাল নয়টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে “মহান বিজয় দিবস উদযাপন সফল হোক” লেখার একটি পেস্টুন উত্তোলন করা হয়। বাংলাদেশ পুলিশ ও আনসার ভিডিপি বাহিনীর সাথে কুচকাওয়াজে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও পানছড়ি থানার ওসি মো: শফিউল আজম।

সকাল ১০টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় মোরগ লড়াইসহ নানান খেলাধুলা। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটিকা ও ডিসপ্লে প্রদর্শণ সকলের দৃষ্টি কেড়েছিল পানছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ সময় হাজারো করতালিতে মাঠ ছিল মুখরিত। এলাকার বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল সংবর্ধনা শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের প্রথম পর্বের সমাপ্তি ঘোষনা করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাছান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।