দীঘিনালায় হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তিকরণ সভা


admin প্রকাশের সময় : মে ২৬, ২০২৪, ৬:০৯ অপরাহ্ন /
দীঘিনালায় হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তিকরণ সভা

মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৬মে) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা তৃনমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আস্থা প্রকল্পের পরিচালনাধীন দীঘিনালা ইয়ুর্থ গ্রুপদের মাঝে হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তিকরণ সভার সভাপতিত্ব করেন দীঘিনালা ইয়ুর্থ গ্রুপের আহবায়ক মো: হাসান মোর্শেদ রিফাত। ফিল্ট এসাসিয়েট ইনা চাকমা সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবাখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার বিপুরিতা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি নাগরিক প্লাটফরম কমিটির সদস্য ও বাবুছড়া মৌজা প্রধান(হেডম্যান) যুব লক্ষন চাকমা, খাগড়াছড়ি নাগরিক প্লাটফরম কমিটির সদস্য ও সাংবাদিক মো: সোহেল রানা, ফিল্ট এসোসিয়েট সোনিয়া দাশ প্রমূখ। এছাড়া আস্থা প্রকল্পের পরিচালনাধীন দীঘিনালা ইয়ুর্থ প্রুপ এর সকল সদস্যবৃন্দ। হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তিকরণ সভায় আস্থা প্রকল্পে মনিটরিং এবং রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তিকরণ সার্বিক দিক সম্পর্কে আলোচনা করেন এবং সকল ইয়ুর্থদেরকে বলেন, আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তি করবেন।
হুইসেল ব্লেয়ার অন্তর্ভূক্তিকরণ সভা বক্তরা বলেন, হুইসেল বা খবরা খবর তথ্যের আদান- প্রদান মাধ্যমেও মানুষের উপকার করা যায়। নাগরিক অধিকার সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। তাদেরকে মধ্যে সকল কুসংস্কার দুর করতে হবে। দূর্বলদের প্রতি মানবিক সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে সকল নাগরিককে স্মার্ট হতে হবে কোন নাগরিকে মিছনে ফেলে দেশ স্মার্ট হবে না।