মো: সোহেল রানা : দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ এবং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান অতিথি সুপ্রদীপ চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জমান, জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, সাবেক দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নব কমল চাকমা,দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, চাঙমা সংস্কৃতি গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমা, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা বিএনপি‘র সভাপতি মো: শফিকুল ইসলাম, কার্বারী হেমব্রত চাকমা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নলেন্দ্র লাল ত্রিপুরা, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মো: আশ্রাফুল ইসলাম, নাগরিক পরিষদ এর সভাপতি মো: জাহিদুল ইসলাম, দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: মো: জামালুল হাসান প্রমুখ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান অতিথি সুপ্রদীপ চাকমা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সহনশীলতার বিকল্প নাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে ধর্মীয় রাষ্ট্রীয় দিক থেকে আমার বাঁচার অধিকার আছে। সরকারের কাছ থেকে পাহাড়ি বাঙালি বলতে কিছু নাই, সকলের সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আছে। পার্বত্য অঞ্চলের মানুষের আর্থিক অবস্থা এখনো ভালো হয়নি। আর্থিক অবস্থা উন্নত করতে হলে সকলে মিলেমিশে কাজ করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। সাম্প্রতিক ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়, তার পরও যতটুকু সম্ভব ক্ষতিপূরণ দেয়া হবে। ফলফলাদি, কৃষিপণ্য, গবাদি পশু, বাঁশ-কাঠ থেকে শুরু করে প্রায় সকল পণ্যই বাজারে আনতে চাঁদা দিতে হয়, ব্যবসা বাণিজ্য করতেও চাঁদা দিতে হয়। চাঁদার রাজনীতি ছেড়ে গণতান্ত্রিক ভাবে রাজনীতি করতে হবে। গণতান্ত্রিক রাজনীতিতে মিষ্টতা আছে । পাহাড়ের সকল রাজনৈতিক দলের গণতান্ত্রিকভাবে রাজনীতি করার অধিকার আছে। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা জন্য প্রশাসনে প্রতি নির্দেশ দেওয়া আছে’।
আলোচনা সভাশেষে দীঘিনালা লারমা স্কায়ার এর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২শ ৩৬ জনকে মোট ৭ লক্ষ টাকা এবং ৪০কেজি করে চাল প্রদান করা হয়। নিহত ধনরঞ্চন চাকমার পরিবারকে ১ লক্ষ টাকা প্রদান করা হবে এবং ঘর তৈরি করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
আপনার মতামত লিখুন :