মো: সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহের লক্ষ্যে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. আবদুল হালিমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব, স্থানীয় সরকার প্রকৌশলী মো. শামসুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া, সাংবাদিক মো. সোহেল রানা এবং কাজী দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা।
সেমিনারে বক্তারা বিত্তবানদের সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের আহ্বান জানান। তারা বলেন, যাকাত সম্পদকে পবিত্র করে এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হয়। সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে এই অর্থ গরিব মানুষের বাসস্থান নির্মাণ, চিকিৎসা সেবা ও অন্যান্য কল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়। তাই বিত্তবানদের যাকাত প্রদান করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :