মো: সোহেল রানা
খাগাছড়ি দীঘিনালায় অনাথ শিশু ও তাদের পরিবারকে বিভিন্ন পরিষেবা প্রাপ্তিতে সংশ্লিষ্ট সরকারি লাইন ডিপার্টমেন্টের সাথে সংযোগ স্থাপনমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন সফল প্রকল্পের কর্মসূচি হিসেবে কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার(২৯মে) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মেলন কক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন সফল প্রকল্পের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মামুনুর রশীদ।’তৃণমূল উন্নয়ন সংস্থা’র প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টার এর ম্যানেজার ও ইন্সট্রাক্টর মাঈন উদ্দীন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা প্রমুখ।
কর্মশালায় উপস্থিত হয়ে নিজ নিজ পরিসেবা নিয়ে কথা বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা তনয় তালুকদার, উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি তুলসী মোহন ত্রিপুরা, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রতিনিধি অলেন কান্তি ত্রিপুরাসহ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা, উপজেলা প্রাথমিক শিক্ষা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এর প্রতিনিধিগণ।
কর্মশালা অনুষ্ঠানে সঞ্চালনা করেন, উপজেলা সমন্বয়কারী প্রীতি চাকমা। ‘সফল’ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন, প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমা।
আপনার মতামত লিখুন :