দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থ নলকূপ জীবানুমুক্তকরন কার্যক্রম শুরু


admin প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৪, ৭:২৪ অপরাহ্ন /
দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থ নলকূপ জীবানুমুক্তকরন কার্যক্রম শুরু

মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় বন্যায় পানিতে ঢুবে ক্ষতিগ্রস্থ গভীর/অগভীর নলকূপ পানি জীবানুমুক্তকরন কার্যক্রম শুরু করেছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর।
সোমবার(২৬আগস্ট) সকাল বোয়ালখালী ইউনিয়ন এলাকা থেকে বন্যায় পানিতে ঢুবে যাওয়া গভীর/অগভীর নলকূপ পানি বিশুদ্ধ করন কার্যক্রম উদ্বোধন করেন দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম সরকার। এসময় জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক মো: আব্দুলাহ খান‘র মাধ্যমে মেরুং ইউনিয়ন ১৩টি,বোয়ালখালী ইউনিয়নের ১৫টি নলকূপ বিলিচিং পাউডার দিয়ে পর্যায়ক্রমে জীবানু মুক্তকরন করা হবে। কবাখালী ইউনিয়নের ১৮টি নলকূপ জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক মংথোতাই মারম‘রা মাধ্যমে বিলিচিং পাউডার দিয়ে পর্যায়ক্রমে জীবানু মুক্তকরন করা হবে।

এছাড়া দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত নলকূপ পাপেল চাকমা ও থোয়াইচিং মং চৌধুরী জীবানু মুক্তকরন করা হবে। কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়া এলাকার মোছা: সুফিয়া বেগম বলেন, বন্যার পানি ঢুকে পলি মাটিতে সাম্বারসিয়াল নলকূপে পানি গোলা ও গন্ধ হয়ে যায় জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক এসে বিলিচিং পাউডার দিয়ে জীবানু মুক্ত করে দিয়েছে।
দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম বলেন, মেরুং, বোয়ালখালী ও কবাখালী ইউনিয়নের ৪৬টি নলকূপ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের মেকানিক দিয়ে এসব নলকূপগুলো দ্রুত বিলিচিং পাউডার দিয়ে জীবানু মুক্তকরন করা হচ্ছে।