দীঘিনালায় নবাগত জেলা প্রশাসক’র মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৬, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন /
দীঘিনালায় নবাগত জেলা প্রশাসক’র মতবিনিময় সভা

মো: সোহেল রানা
দীঘিনালায় খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার আগমন উপলক্ষে মতবিনিময় সভা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার আগমন উপলক্ষে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মামুনুর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা নবাগত জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার উপ পরিচালক নাজমুন আরা সুলতানা, দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুন কান্তি চাকমা, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া।
এতে আরো বক্তব্য রাখেন দীঘিনালা থানা বাজার ও বোয়ালখালী নতুন বাজার চৌধুরী জেসমিন চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, দীঘিনালা চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষা অনুরাগী আনন্দ মোহন চাকমা, সাংবাদিক আক্তার হোসেন, দীঘিনালা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কামান্ডার মো সেলিম, দীঘিনালা কেন্দ্রীয় জামের মসজিদ এর পেশ ইমাম মাও মুহাম্মদ জামালুল হাসান, অনার্থ আশ্রম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: সিরাজুল হক, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ, দীঘিনালা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: মারুফ হোসেন, দীঘিনালা ইসলামী শাসনতন্ত্র প্রতিনিধি, বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রতিনিধি, মো: আক্কাস আলী মাস্টার, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম সফিক, দীঘিনালা হেডম্যান (মৌজা প্রধান) এসোসিয়েশন এর প্রতিনিধি যুবলক্ষ্য চাকমা, দীঘিনালা উপজেলা নির্বাচনী কর্মকর্তা শাহেন শাহ লতিফুর রহমান খায়ের, সাংবাদিক মো সোহানুর রহমান, দীঘিনালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফ উদ্দিন বিপ্লব, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা তনয় তালুকদার, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, পার্বত্য নাগরিক পরিষদ এর দীঘিনালা উপজেলা সভাপতি মো: জাহিদুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, সকলের সহযোগিতায় নিয়ে দীঘিনালা সকল সমস্যা পর্যালোচনা করে পর্যায়ক্রমে সমাধান করা হবে। সমৃদ্ধি দীঘিনালা গড়তে সকল সম্প্রদায়ের মানুষজন মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। দীঘিনালা প্রচুর পরিমাণ তামাক চাষ হয়, তামাক চাষ সরকারি নিষিদ্ধ না, তবে তামাক প্রক্রিয়া কাঠ পুড়ানো বিকল্প ব্যবস্থা করতে হবে। পাহাড় কাটা বিরোধে সরকার কঠোর অবস্থানে আছে। পরিবেশ বিপর্যয় কার্যক্রম বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আলোচনা সভার শেষ দীঘিনালায় সাম্প্রতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে আর্থিক সহায়তায় প্রদান করা হয়।