দীঘিনালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ত্রান সামগ্রী ও বন্ত্র বিতরন


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন /
দীঘিনালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ত্রান সামগ্রী ও বন্ত্র বিতরন

মো: সোহেল রানা:
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য বাণী ধারন করে আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই দেশকে গড়ার আগে দেশের মানুষকে রক্ষা করি খাগড়াছড়ি দীঘিনালায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয় বাসগাড়ি করে এনে ত্রান সামগ্রী ও বন্ত্র বিতরন করেছে।
শনিবার(৩১আগস্ট) দুপুরে দীঘিনালা সাম্প্রতিক বন্যায় কবলিত মানুষের মাঝে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনাল, কুষ্টিয়ার রূপায়ন স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংঘ পরিচালনায় ত্রান সামগ্রী ও বস্ত্র প্রদান করে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. জেওয়ানুল হক ও ড.চৌধুরী মনিরুল। এতে উপজেলার কবাখালী ইউনিয়নের প্রায় ২শতাধিক বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী ও বস্ত্র প্রদান বিতরন করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে চাল, চিড়া, ডাল,লবন, স্যানেটারি ন্যাপকিন,খাবার স্যালাইন, মশকিট, গ্যাসলাইট, মোমবাতি, প্যারসিটামল, মেট্রনিডাজল, সাবান, মুড়ি। বস্ত্র সামগ্রীর মধ্যেছিল, নারী-পুরুষ ও ছোটদের পোশাক।