দীঘিনালায় আনারস প্রতিকের সমর্থনে উঠান বৈঠক


admin প্রকাশের সময় : মে ১৭, ২০২৪, ৭:০৭ অপরাহ্ন /
দীঘিনালায় আনারস প্রতিকের সমর্থনে উঠান বৈঠক

দীঘিনালা প্রতিনিধি,

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেমের (আনারস প্রতিক) সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতবৃহস্পতিবার) সন্ধ্যার পরে মেরুং ইউপি কৃষক লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো. আবু হানিফের সৌজন্যে মেরুং ইউপির রশিক নগর গুলছড়ি এলাকায় এলাকাবাসীর উপস্থিতিতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেমের ছোট ভাই বিশিষ্ট সমাজ সেবক মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মেরুং ইউপি চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকী।

এছাড়াও ইউপি সদস্য মো. নাজমুল হোসেন তারা, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আবদুল হাই সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।