দীঘিনালায় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর অবহিতকরন সভা


admin প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ৯:০৬ অপরাহ্ন /
দীঘিনালায় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর অবহিতকরন সভা

মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০নভেম্বর) দুপুরে দীঘিনালা উপজেলা সেমিনার কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর অবহিতকরন সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ। এতে বক্তব্য রাখেন রাখেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: জাকারিয়া, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. তনয় তালুকদার, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা,দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্চন চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছাড়া ইউপি চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা প্রমূখ। এতে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর বিষয়বস্তু তুলে ধরেন উপজেলা পরিসংখ্যান অফিসার ধর্মজ্যোতি চাকমা বলেন, শুমারিতে সঠিক তথ্য দিতে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারি সফল করা জন্য সকলের প্রতি প্রচার প্রচারনা করার জন্য অবহিত করেন। মূল শুমারিতে দীঘিনালা উপজেলায় ৪১টি কৃষি, ৩শত৮৮টি শিল্প, ৩হাজার৬শত৩৪টি সেবা প্রতিষ্ঠান ও ৪হাজার৭শত৩৬টি অর্থনৈতিক সম্পন্ন খানার (পরিবার) এর তথ্য সংগ্রহ করা হবে।