দীঘিনালার বাবুছড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গগন বিকাশ চাকমা জয়ী


admin প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৩, ৬:৪৩ অপরাহ্ন /
দীঘিনালার বাবুছড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গগন বিকাশ চাকমা জয়ী

মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় ৫নং বাবুছড়া ইউপি চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর ভরাডুবি হয়েছে। এর আগে উপজেলার তিন ইউপিতে নৌকার প্রার্থীর ভরাডুবি ও একটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৫নং বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গগণ বিকাশ চাকমা (চশমা প্রতিকে) ৩হাজার ২শত ৩৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপুলাক্ষ চাকমা (আনারস প্রতিকে) পেয়েছেন ২হাজার ৯শত ৪৯ ভোট, ঢোল প্রতিকে ১হাজার ৩শত ৬৯ ভোট, বর্তমান চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা(অটোরিক্সা প্রতিকে) ১হাজার৬৮ ভোট, অলকেশ চাকমা (ঘোড়া প্রতিকে) ১হাজার৬৮ ভোট নিউটন চাকমা ১হাজার ৫২ ভোট, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে অনুপম চাকমা পেয়েছেন ১৯৭ ভোট ।
উপজেলা নির্বাচনী অফিসার মোহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের বলেন, বাবুছড়া ইউপি নির্বাচন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে। এবং বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে।