দীঘিনালার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের প্রেষণামূলক ক্লাস


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৩, ৭:২১ অপরাহ্ন /
দীঘিনালার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের প্রেষণামূলক ক্লাস

মো: সোহেল রানা : খাগড়াছড়ি দীঘিনালায় সেনা জোনের ৪ই বেংগলের উদ্দ্যেগে অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে লোক ভর্তি হ্রাসকরণ এবং প্রার্থীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজে প্রেষণামূলক ক্লাস পরিচালনা করা হয়েছে। ২৬সেপ্টম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলার বানছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্লাস পরিচালনা করেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম, ওএসপি, পিএসসি।
এসময় মেজর নূর নাফিজ ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যপারে উৎসাহী থাকতে হবে। পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে পাশ করা ছেলে মেয়েরা চাকুরীতে ভর্তি কম হচ্ছে। তারা মনে করে অর্থের বিনিময় চাকুরী হয়। সত্যিকারের সেনাবাহিনীতে মেধা ও শারীরিক যোগ্যতার অনুযায়ী চাকুরী হয়। তাই চাকুরীর জন্য আবেদন করতে হবে। নিজের যোগ্যতা যাচাই করতে হবে। প্রত্যন্ত অঞ্চলে অনেক মেধাবী ও শারীরিক যোগ্যতা সম্পন্ন অনেক ছেলে মেয়েরা রয়েছে’’।
এসময় উপস্থিত ছিলেন, বানছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি বিজয় চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ এলাকার শিক্ষার্থীদে অভিভাবক বৃন্দ।