দীঘিনালার দূর্গম জারুলছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান


admin প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৩, ৮:৫৮ অপরাহ্ন /
দীঘিনালার দূর্গম জারুলছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

প্রতিনিধি দীঘিনালা : শান্তি সম্প্রীতি উন্নয়ন আত্নমানবতার সেবায় ও পার্বত্য অঞ্চলে শান্তি শৃংখলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করছে। দীঘিনালা জোনের আয়োজনে উপজেলা বাবুছড়া ইউনিয়নের দূর্গম জারুলছড়ি এলাকার দুস্থ্য অসহায় স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠির মাঝে বিনামূলে চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়েছে।
১১নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা জোনের উদ্যোগে দূর্গম জারুলছড়ি এলাকার দু:স্থ অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সেবা উদ্বোধন করেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম ওএসপি, পিএসসি। এতে চিকিৎসা সেবা প্রদান করেন, দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো: মোস্তাফিজুর রহমান। চিকিৎসা সেবা উদ্বোধনকালে উপ-অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম বলেন, পাহাড়ের দূর্গম এলাকার জনগোষ্ঠি মানুষগুলো চিকিৎসা সেবা ও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। অসহায় দু:স্থ মানুষগুলোর মাঝে চিকিৎসা সেবা পৌছে দিয়েছে দীঘিনালা জোন। এই ধরনের সেবা দীঘিনালা জোনের পক্ষ থেকে অব্যহত থাকবে। সেনাবাহিনীর চিকিৎসা সেবা নিতে এসে জারুলছড়ি আদামের সোনাদেবী চাকমা (৭৬) বলেন, আর্মি চিকিৎসা অনেক ভাল। আমার হাত-পায়ে প্রচন্ড ব্যথা, চলাফেরা করতে কষ্ট হয়। আর্মি ডাক্তার আমাকে ঔষধ দিয়েছে। আর্মিকে অনেক ধন্যবাদ জানাই।