মো: সোহেল রানা : কৃষিই সমৃদ্ধি, কৃষিই উন্নতি এ প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি উদ্যোগে ২‘শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ফলজ চারা বিতরন করা হয়েছে। ২৪জুলাই সোমবার সকাল ১০টায় দীঘিনালা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২‘শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ফলজ চারা বিতরন উদ্বোধন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: কাশেম। এসময় উপস্থিতছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মিজ শতরূপা চাকমা, দীঘিনালা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আব্দুল হাসনাত খাঁন, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, দীঘিনালা থানা ওসি (তদন্ত) মো: শরীফ, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা: মাহমুদা বেগম লাকী প্রমূখ।
চারা বিতরন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, তামাক চাষ ছেড়ে দিয়ে বিকল্প চাষ হিসেবে ফলজ বাগান করে লাভবান হওয়া সম্ভব। দেশিও ফলের প্রচুর চাহিদা রয়েছে। সরকার প্রনোদনার মাধ্যমে কৃষকদের মাঝে সার বীজ প্রদান করছে। চারা ভালো ভাবে রোপন করতে হবে এবং যত্ন করতে হবে। এতে উপজেলার ৫টি ইউনিয়েনের ২শত প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ১৫টি আম, ৫টি মাল্টা, ৫টি সুপারি চার বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন :