দীঘিনালায় ২শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট’র অনুদান বিতরণ


admin প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৩, ৭:০২ অপরাহ্ন /
দীঘিনালায় ২শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট’র অনুদান বিতরণ

দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক সময়ে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি‘র বহুমুখী অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে । ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মেলন কক্ষে সুইডিশ রেড ক্রসের আর্থিক সহযোগিতায় দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নের ২শত ৩০ পরিবারের মাঝে অনুদান বিতরন করেন প্রধান অতিথি উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এতে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস-চেয়ারম্যান সীমা দেওয়ান, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘রেড ক্রিসেন্ট সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা সকল দুর্যোগে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মানবিক সহায়তা করছে।’