মো: সোহেল রানা : খাগড়াছড়ি দীঘিনালায় ২দিন ব্যাপি সাহিত্য মেলা উদ্বোধন করা হয়েছে। ২৭জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়াম সম্মেলন কক্ষে এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব নাজমুন আরা সুলতানা। সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আব্দুল হাসনাত খাঁন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাশেম, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতি ইউস্টিটিউট উপপরিালক জীতেন চাকমা, নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, কুজেন্দ্র মলিকা মর্ডান কলেজের অধ্যক্ষ সাধন বিকাশ ত্রিপুরা, দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ উপ-অধ্যক্ষ তরুন কন্তি চাকমা প্রমূখ। সাহিত্য বিষয়ে প্রবন্ধ পাঠ করেন চাঙমা সাংস্কৃতি গোষ্ঠির পরিচালক ও চাকমা ভাষার পাঠ্যপুস্তক লেখক আনন্দ মোহন চাকমা।
সাহিত্য মেলায় আলোচনা সভায় উপসচিব নাজমুন আরা সুলতানা বলেন, সকল সম্প্রদায়ের সাংস্কৃতি কৃষ্টি কালচার সংগ্রহ করতে হবে, অসম্প্রদায়ীক চেতনায় কবি সাহিত্যিকরা তাদের খেলনির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারন করতে হবে। দেশের আনাচে কানাচে অনেক কালচার লুকায়িত আছে সেগুলোকে সংগ্রহ করতে হবে। সাহিত্যের মাধ্যমে দেশ জাতির অসম্প্রদায়ীক চেতনা, সাংস্কৃতি, কৃষ্টি কালচার ও দেশ স্বাধীনের মুক্তিযুদ্ধের চেতনা ফুটে ওঠে। যে জাতির সাহিত্য নাই, সেই জাতি পৃথিবীতে অন্তরালে রয়ে গেছে। সাহিত্য সাংস্কৃতি যে দেশে যত বেশি সমৃদ্ধ, সেই জাতি বিশে^ তত বেশি সমাদৃত।
আলোচনা সভাশেষে দীঘিনালা উপজেলা সাহিত্য মেলা শুভ উদ্বোধন ঘোষনা করেন উপসচিব নাজমুন আরা সুলতানা। পরে সাহিত্যিক ও কবিরা স্বরচিয়ত কবিতা পাঠ করে শুনান। তাহারা হলেন:- মো: রফিকুল ইসলাম, ঝর্না রায়, প্রতিভা ত্রিপুরা, স্মৃতেন্দু বিকাশ চাকমা, পাঠক আকরাম, এ.কে.এম বদিউজ্জামান জীবন, মো: মহসিন মিয়া, ইসরাত জাহান মুক্তা।
আপনার মতামত লিখুন :