দীঘিনালায় ১০হাজার চারা লাগানোর কর্মসূচীর উদ্বোধন


admin প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৩, ৮:২৫ অপরাহ্ন /
দীঘিনালায় ১০হাজার চারা লাগানোর কর্মসূচীর উদ্বোধন

মো: সোহেল রানা : খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা লাগানো হচ্ছে। সম্প্রতি উপজেলা পরিদর্শনে এসে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
‘এই বর্ষায় সবুজে সাজি’ প্রতিপাদ্যে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধারাবাহিকতায় বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, সড়কের পাশে, আশ্রয়ণ প্রকল্পে, বিভিন্ন পরিত্যক্ত-পতিত জমিতে, কমিউনিটি ক্লিনিক, ব্যাটালিয়ন আনসার ক্যাম্প, বাড়ির আঙিনায় বিভিন্ন প্রজাতির ১০ হাজার ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা উপজেলার বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। উপজেলার বেতছড়ি এলাকার আশ্রয়ন প্রকল্পের পতিত জমিতে স্থানীয়দের সহযোগিতায় নানান জাতের ৮০০টি গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম। চারা রোপন শেষে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে আমাদের চারপাশে সবুজের সমাহার ঘটাতে চাই। চার হাজার গাছের চারা শিক্ষার্থী ও জনসাধারণের মাধ্যমে রোপন করা হয়েছে।