দীঘিনালায় হাতির আক্রমনে নিহত- ১


admin প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৩, ৮:০১ অপরাহ্ন /
দীঘিনালায় হাতির আক্রমনে নিহত- ১

 

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালায় হাতির আক্রমনে মো. মামুন (৫৫) নামে ১জন নিহত হয়েছে। ২৮ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার ৫নং বাবুছড়া ইউপি অধীনস্থ দুর্গম ধনেপাতাছড়া ও নাড়াইছড়ির মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানাযায়, নিহত মামুন পাশ্ববর্তী রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বাসিন্দা। নিহত মো. মামুন ও সহযোগী মো. শুক্কুর একই এলাকার মো. নিজাম উদ্দিনের মালিকানাধীন ৩টি হাতির মাউথ হিসেবে কাজ করতেন। গত ৩ মাস পূর্বে নিজাম উদ্দিনের পালিত হাতিগুলো উপজেলার বাবুছড়া ইউপি অধীনস্থ দুর্গম ধনেপাতাছড়া ও নাড়াইছড়ির মধ্যবর্তী এলাকায় বনে ছেড়ে দিয়ে খাবার খাওয়াতেন ও দেখাশোনা করতেন। শুক্রবার বিকেলে পাহাড়ের একপাশ থেকে অন্য পাশে বড় হাতিটিকে নেয়ার চেষ্টা করলে মো. মানুনকে আক্রমন করে। তাৎক্ষণিক সহযোগী মো. শুক্কুর মামুনকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হয়ে নিজের আত্নরক্ষার জন্য ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। একদিন পর ২৯ জুলাই শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বাবুছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত (এসআই) মো. আমিনুল ইসলাম ভূইয়া জানান, হাতির আক্রমনের ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।