দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ি দীঘিনালার ২নং বোয়াখালী ইউনিয়নের শশ্মান পোস্ট থেকে নারায়ন মন্দির পর্যন্ত বোখালখালী পুরাতন বাজার পাঁকা রাস্তায় স্থানীয় যাববাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। নারায়ন মন্দিরের, বোখালখালী পুরাতন বাজার, বোয়ালখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বোয়ালখালী মাদরাসায় যাওয়া এটাই প্রধান রাস্তা। রাস্তায় বড় বড় গর্তের কারনের ইজিবাইক মোটর সাইকেল চলাচল করতে পারছেনা। বিকল্প রাস্তাটি জামতলী কাঁঠালতলী মোড় থেকে বোয়ালখালী পুরাতন বাজারে যাওয়ার পাঁকা রাস্তাটিও খানাখন্দের কারনে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় যানবাহন ইজিবাইক মোটর সাইকেল। এতে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালখালী পুরাতন বাজারের পাঁকা রাস্তাটি মাঝে মাঝে বড় গর্তের সৃষ্টি হয়েছে। পুরো রাস্তাটি মাঝে মাঝে পিচ ঢালাই উঠে গিয়ে খানাখন্দের কারনে যানবাহন চলাচলে ব্যঘাত ঘটছে। রাস্তার পাশে স্থানীয় দোকানদার মো: জাহাঙ্গীর আলম বলেন, প্রায় একবছর হলো এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অটোরিক্সা চলাচল করতে পারে না। মাঝে মধ্যে মোটর সাইকেল চলে।
বোয়ালখালী নারায়ন মন্দির কমিটির সভাপতি মৃদুল কান্তি সেন বলেন, নরায়ণ মন্দিরে যাওয়ার প্রধান রাস্তা এটা। আসন্ন দূর্গা পুজার আগে রাস্তাটি মেরামত না করা হলে পুজা উদযাপনে লোকজন আসা যাওয়া করতে অনেক সমস্যায় পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃক পক্ষের কাছে জোর দাবী জানাই যাহাতে পুজার আগে রাস্তাটি মেরামত করার ব্যবস্থা গ্রহন করে।
ইজিবাইক চালক মো: ইমান আলী, নিক্কন চাকমা ও অনন্ত চাকমা বলেন, নারায়ণ মন্দির সামনের রাস্তাটি অনেক দিন ধরে নষ্ট হয়ে আছে। অটোরিক্সা নিয়ে যাওয়া যায় না। তাই বিকল্প রাস্তা হিসেবে বোয়ালখালী পুরাতন বাজারের রাস্তা দিয়ে যেতে হয়। বিকল্প রাস্তাটিরও পিচ ঢালই ঊঠে গিয়েছে, মাঝে মাঝে গর্ত তৈরি হয়েছে। এই রাস্তাটিও দ্রুত সংস্কার না করলে যানবাহন চলাচলে কষ্ট সাধ্য হবে।
দীঘিনালা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলইজিডি) উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস বলেন, সাম্প্রতিক বন্যায় রাস্তাটি বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। জরুরী ভিত্তিতে গ্রামীন রাস্তাটি সংস্কারে প্রকল্প বরাদ্দ পাওয়া জন্য দপ্তরে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :