মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরন করা হয়েছে। বুধবার(১৬আগস্ট) দুপুরের উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জলমহল, প্লাবন ভূমি, বর্ষার প্লাবিত ধান ক্ষেত সরাকারি/বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম ও জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল মিন্টু, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এখতার আলী, উপজেলা মৎস্য কর্তকর্তা অবর্না চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাংগনিক সম্পাদক মো: সফিক ও মো: মনিরুল ইসলাম মনির ফরাজী প্রমূখ। এতে উপজেলা ১৬টি প্রতিষ্ঠানের জলমহল, প্লাবন ভূমি, বর্ষার প্লাবিত ধান ক্ষেত সরাকারি/বেসরকারি প্রতিষ্ঠানে প্রধানরে নিকট পোনা মাছ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :