মো: সোহেল রানা : খাগড়াছড়ি দীঘিনালায় ৫নং বাবুছড়া ইউনিয়ন সাধারন নির্বাচন-২৩ এর নবনির্বাচিত সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সাধারন সদস্যগনের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ আগস্ট সোমাবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নারী ভাই চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুস সালাম, দীঘিনালা থানা উপ-পরিদর্শক নুরউদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল প্রমূখ। এতে সাধারন ওয়ার্ডে ৯জন নির্বাচিত সদস্য ও সংরক্ষিত সাধারন নারী সদস্য ৩জন শপথ গ্রহন করে। শপথ গ্রহন শেষে সকল সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসর মুহাম্মদ আরাফাতুল আলম। ১৩ আগস্ট রবিবার বাবুছড়া ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ার্যমান গগন বিকাশ চাকমা খাগড়াছড়ি জেলা প্রশাসক এর কার্যালয়ে শপথ গ্রহন করেন। ১৭জুলাই বাবুছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট গ্রহন সম্পন্ন হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম জনগণের যথাযথ সেবা করার জন্য প্রয়োজনীয় দিক নিদের্শ প্রদান করে বলেন, আপনারা জনগণের সেবা করার জন্য শপথ নিয়েছেন। জনগণের সেবা একটি মহৎ কাজ।
আপনার মতামত লিখুন :