দীঘিনালায় বন্যায় দুর্গতদের মাঝে দীঘিনালা জোনের ত্রান সহয়তা প্রদান


admin প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৩, ১০:১৬ অপরাহ্ন /
দীঘিনালায় বন্যায় দুর্গতদের মাঝে দীঘিনালা জোনের ত্রান সহয়তা প্রদান

মো সোহেল রানা
আত্মামানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী জীবন বাজি রেখে নিরলস কাজ করে যাচ্ছে পার্বত্য অঞ্চলে।  টানা বারি বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যায় কবলিত বিভিন্ন এলাকার পরিবার আশ্রয় কেন্দ্র অবস্থান নেয়া পরিবারের মাঝে দীঘিনালা জোনের ৪ই বেংগলে দিয়ে বেবি টাইগার্স এর পক্ষ থেকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার(১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা কবাখালী ইউনিয়ন এর হাচিনপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করের দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফিদ মাহমুদ সিদ্দিক, ওয়ারেন্ট অফিসার রাকিবুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন  কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা ,  ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো.ইউনুছ মিয়া প্রমূখ।
আশ্রয় কেন্দ্র আশ্রয় নেয়া মোছাঃ আমেনা বেগম বলেন, বাড়ি ঘরে বন্যার পানি উঠায় তিন/চার দিন ধরে আশ্রয় কেন্দ্র আছি বাড়িতে যেতে পরছিনা সেনাবাহিনী ত্রান  দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। ত্রান সামগ্রী মধ্যে রয়েছে  চাল, আটা, তেল, লবন, চিনি, দিয়াশলাই, বিস্কুট।