মো. সোহেল রানা : খাগড়াছড়ি দীঘিনালায় দুঃস্থ ও প্রান্তিক মাছ চাষী ও প্রতিষ্ঠানের মাঝে ২শত ৫০কেজি পোনামাছ বিতরণ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ সামনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর অর্থায়নে দীঘিনালা উপজেলা মৎস্য বিভাগের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থবছরে পোনামাছ অবমুক্ত/বিতরণ কর্মসূচী আওতায় দুঃস্থ ও প্রান্তিক মাছ চাষীদের মাঝে পোনামাছ বিতরন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা মৎস্য আহবায়ক শতরূপা চাকমা। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা অবর্না চাকমা, সাংবাদিক মো সোহেল রানা প্রমূখ। এতে উপজেলার অর্ধশতাধিক দুঃস্থ প্রান্তিক মাছ চাষীদের মাঝে পোনামাছ বিতরন করা হয়। মাছের পোনা পেয়ে কবাখালী ইউনিয়ন এর সমর আলী বলেন, সাম্প্রতিক বন্যায় আমার পুকুর থেকে অনেক মাছ চলে গেছে। মৎস্য অফিস থেকে পোনামাছ দিয়েছে ভাল হয়েছে। উপজেলার মেরুং ইউনিয়ন এর জালবান্দা এলাকার উজালা ত্রিপুরা বলেন, বন্যায় আমার পুকুর ডুবে অনেক মাছ চলে গেছে। মাছের পোনা ছাড়তে পারছিলাম না। মৎস্য অফিস থেকে বিনামূল্যে পোনা মাছ পেয়েছি।
আপনার মতামত লিখুন :