দীঘিনালায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরন


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ন /
দীঘিনালায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরন

মো. সোহেল রানা : খাগড়াছড়ি দীঘিনালায় কার্ডদারী হতদরিদ্র জেলেদের মাঝে পারিবারিক পর্যায় ছাগল ও শুকর বিতরন করা হয়েছে। ১৯সেপ্টম্বর মঙ্গলবার দুপুরে দীঘিনালা উপজেলা মৎস্য দপ্তরের সামনে মৎস্য ২০২৩-২০২৪ অর্থ বছরে অধিদপ্তরের বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটি এর আওতায় কার্ডদারী দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান উপলক্ষে পারিবারিক পর্যায়ে ১৫ জন কার্ডদারী জেলের মাঝে ছাগল ও শুকর প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম। এসময় উপস্থিত ছিলেন, মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্না চাকমা, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সফিক, দীঘিনালা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম সরকার, দীঘিনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আব্দুস সালাম, সাংবাদিক মো. সোহেল রানা প্রমূখ। এতে ১২ জেলের মাঝে ছাগল ও ৩জন জেলের মাঝে শুকর বিতরন করা হয়েছে। কবাখালী এলাকার জেলে মো: নিজাম উদ্দিন বলেন, মৎস্য অফিস থেকে ছাগল দিয়েছে ভালো হয়েছে, এখন আর নদীতে বেশি মাছ পাওয়া যায় না, ছাগল পালন করে পরিবারের জন্য বাড়তি আয় করতে পারব।
বাবুছড়া ইউনিয়নের জেলে মনতোষ চাকমা শুকর পেয়ে বলেন, মাইনী নদীতে এখন পানি কম মাছও কম পাওয়া যায়, মৎস্য অফিস থেকে আমাকে তিনটি শুকর দিয়েছে এগুলো লালন পালন করে ছেলে মেয়েদের পড়ালেখা খরচ জোগাতে পারব। এধরনের উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।