দীঘিনালায় জাতীয় শোক দিবস উপলেক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল


admin প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৩, ৮:১৬ অপরাহ্ন /
দীঘিনালায় জাতীয় শোক দিবস উপলেক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল

মো: সোহেল রানা:
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলেক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল করা হয়েছে।
মঙ্গলবার(১৫আগস্ট) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার ইসলামীক মিশন আয়োজনে কবাখালী আল আমিন বারিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও কবাখালী আল আমিন বারিয়া নুরনী হিফজ খানার সার্বিক সহযোগীতায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলেক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল এর সভাপতিত্ব করেন সুপার মীর মোহাম্মদ আলী হায়দার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা ইসলামীক মিশন এর প্রোগ্রাম পরিচালক মো: আসাদুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আব্দুচ ছবুর আল কাদেরী, সহকারী শিক্ষক মাওলানা শাহ জাহান সিরাজি, মাওলানা আবুল বাশার, মাওলানা হাফেজ গাজী সেলিম, মোছা: জয়নব আক্তার, হোসনারা আক্তার প্রমূখ। দোয়া ও মাহফিল শেষে ইবতেদায়ী মাদ্রাসা ও হিফজ খানা ছাত্র-ছাত্রীদের মাঝে কোরআন তেলাওয়াত, হামদ ও নাত প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।