দীঘিনালায় জাতীয় যুব দিবস পালন


admin প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ৭:৪০ অপরাহ্ন /
দীঘিনালায় জাতীয় যুব দিবস পালন

মো সোহেল রানা : ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
১ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি পুলিশ উপপরিদর্শক নূরউদ্দিন, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, সাংবাদিক মো সোহেল রানা প্রমূখ।
আলোচনা সভায় ইউএনও মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে। সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলতে হবে। নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। যুবকরা সবাই কম্পিউটার শিখতে হবে। ঘরে বসে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যে বিক্রয় করতে হবে। আলোচনা সভা শেষে ৮জন যুবক যুবতীর মাঝে আত্মকর্মসংস্থানমূলক ঋণ কর্মসূচীর আওতায় ৬লক্ষ ২০ হাজার টাকার ঋনের চেক ও দুই ধাপে মোমবাতি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ গ্রহনকরী ৬০ জন যুবক যুবতীর মাঝে সনদ পত্র বিতরন করা হয়।