দীঘিনালায় এসএসসি পাশের হার ৭৫.৭১ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ২২ জন


admin প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৩, ৮:০৮ অপরাহ্ন /
দীঘিনালায় এসএসসি পাশের হার ৭৫.৭১ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ২২ জন


মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এবারের এসএসসি তে ১৭১৭ ও সমমানের পরীক্ষা দাখিল থেকে ৪১ এবং ভোকেশনাল থেকে ১৮ জন সহ মোট ১৭৭৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসএসসি ১২৪১, দাখিল থেকে ৪১ ও ভোকেশনাল থেকে ১৮ জন সহ মোট ১৩০০ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে এসএসসি তে ১৮ ও ভোকেশনাল থেকে ৪ জন সহ মোট ২২ জন। যা তুলনামূলকভাবে জিপিএ-৫ গতবারের চেয়ে ৩ জন বেড়েছে এবং পাশের হার ০.৫৫ কমেছে। পাশের হার ৭৫.৭১ শতাংশ এবং দাখিল থেকে শতভাগ পাশ করেছে যা তুলনামূলক ভাবে গতবারের চেয়ে ৭.৬৯ শতাংশ বেশি। এদিকে ভোকেশনালে ১৮ জন অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা (সুপারভাইজার) আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।