মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় সফল(ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্যা লাইফলঙ সাকসেস অফ অরফান চিলড্রেন ইন বাংলাদেশ) শীর্ষক প্রকল্পভুক্ত অনাথ শিশুদের দ্বিতীয় দফায় স্বাস্থ্য ও সুস্থতার উপকরণ(ওয়েলবিং কিটস) ও ব্লু স্কুল কার্যক্রম পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়সমূহে ওয়াশ(ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন) উপকরণ বিতরণ করা হয়েছে। দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণের উদ্বোধন করেন, স্থানীয় সরকার পরিষদের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মামুনুর রশিদ, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) নুরুল হক প্রমুখ। সফল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী প্রীতি চাকমার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিগ ছিলেন, সফল প্রকল্পের প্রোগ্রাম অফিসার(শিক্ষা) পল ত্রিপুরা। এ সময় ৭২ অনাথ শিশু পরিবারকে দ্বিতীয় দফা ওয়েলবিং কিটস ১২টি মাধ্যমিক বিদ্যালয়কে ব্লু স্কুল উপকরণ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :