ত্রিপন জয় ত্রিপুরা : খাগড়াছড়ি সদর শান্তিনগরের বানৌক গেস্ট হাউজে দি লেপ্রোসি মিশন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত কর্মশালায় জেলার কুষ্ঠ রোগী, ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কারবারি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলীপ কুমার দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সিভিল সার্জন মো. সাবের হোসেন, ডাক্তার জীবন চাকমা, প্রকল্প ম্যানেজার পরশ চাকমা এবং জেলা ফ্যাসিলিটেটর বিরমহন ত্রিপুরা।
ডাক্তার জীবন চাকমা প্রজেক্টরের মাধ্যমে কুষ্ঠ রোগের বিভিন্ন দিক, প্রতিরোধের উপায়, চিকিৎসা এবং ওষুধ সেবনের প্রক্রিয়া নিয়ে একটি উপস্থাপনা দেন। এছাড়াও বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়েও আলোচনা করা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান তার বক্তব্যে বলেন,”কুষ্ঠ একটি ঐতিহ্যবাহী ও পুরাতন রোগ। আগে এ রোগ নিয়ে সমাজে ভীতি ও অবহেলা থাকলেও বর্তমানে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। সঠিক চিকিৎসা এবং সময়মতো ঔষুধ সেবনের মাধ্যমে রোগ সম্পূর্ণ ভালো হয়। এ রোগ হলে রোগীকে অবহেলা না করে যথাযথ চিকিৎসা নিতে হবে।”
জেলা সিভিল সার্জন মো. সাবের হোসেন বলেন,”কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর অত্যন্ত আন্তরিক। সরকার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারিদের দায়িত্ব হলো গ্রামে কেউ আক্রান্ত হলে তাদের সরকারি সেবা নিতে সহায়তা করা এবং চিকিৎসা নিশ্চিত করা।”
প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা বলেন,”দি লেপ্রোসি মিশন বাংলাদেশ কুষ্ঠ রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবো।”
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও কুষ্ঠ রোগের প্রতিকার ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা কুষ্ঠ রোগ মোকাবেলায় সচেতনতা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :