মানিকছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরর্ণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার’র সভাপতিত্বে বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। উপজেলা সহকারি কমিশনার শাহীনা নাছরিন, ওসি মো. আজগর আলী, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জাকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, প্রমূখ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :