ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক


admin প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৩, ৪:৫২ অপরাহ্ন /
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক
মো. আরিফুল ইসলাম : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই রোববার দুপুর ১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সুচী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি বার এসোসিয়েশনের সভাপতি এড. আশুতোষ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া।
প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। পুরুষের পাশাপাশি নারীও নিজের সংসার ও দেশের উন্নয়নে কাজ করেছে। আর্দশবান ও স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী হিসেবে নিজেদের গড়ে তোলতে হবে।