প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে প্রাইভেট কার ও সিএনজি মুখোমূখি সংঘর্ষে সিএনজি চালক নিহত এবং ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরা আহত হয়েছে। পানছড়িতে ডা. রাজেন্দ্র ত্রিপুরার পাজেরো গাড়ির ধাক্কায় অটো চালকের মৃত্যু হয়েছে।
নিহতের ব্যক্তির নাম শুশান্ত চাকমা (৫০)। তিনি পানছড়ি উপজেলার সত্যধন পাড়ার বিক্রম সেন চাকমার সন্তান। ২ে৫ ডিসেম্বর সামবার বিকেল সাড়ে ৩টার দিকে পোড়াবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :