ট্রাফিক সপ্তাহের শেষ দিনে ৬০ টি যানবাহনকে জরিমানা ও মামলা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন /
  ট্রাফিক সপ্তাহের শেষ দিনে ৬০ টি যানবাহনকে জরিমানা ও মামলা

 

 

প্রতিনিধি: খাগড়াছড়িতে  ট্রাফিক সপ্তাহের শেষ দিনে পুলিশ  ৬০ টি যানবাহনকে জরিমানা ও মামলা প্রদান করেছে । ১১ ফেব্রুয়ারী  রবিবার  পৌর শহরের শাপলা চত্বর জিয়া মূর্তি সংলগ্নসহ বিভিন্ন স্থান থেকে  এসব যানবাহনকে জরিমানা করা হয় । পুলিশ সুপার মুক্তাধর  জানান, এই জেলাকে সুন্দর পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল  রোধ করতে অভিযান অব্যাহত থাকবে। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, খাগড়াছড়ি থানার ওসি তানভীর,  ট্রাফিকের টিআইও সুপ্রিয় বক্তব্য রাখেন।

 

ট্রাফিক সপ্তাহের অভিযানে শাপলা চত্বর গাড়ি শূন্য হয়ে পড়ে | রাস্তার পাশে বসা  দোকানিরা তাদের মালামাল সরিয়ে ফেলে।