জন্ম ও মৃত্যু নিবন্ধনে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ মানিকছড়ির ইউএনও রক্তিম চৌধুরী


admin প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৩, ৮:৫৮ পূর্বাহ্ন /
জন্ম ও মৃত্যু নিবন্ধনে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ মানিকছড়ির ইউএনও রক্তিম চৌধুরী

 

মানিকছড়ি সংবাদদাতা:- জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। ৬ অক্টোবর
শুক্রবার সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান’র হাত থেকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে এ পুরস্কার গ্রহণ করেন মানিকছড়ির ইউএনও রক্তিম চৌধুরী। এছাড়াও জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে মানিকছড়ির তিনটহরী ইউপি সচিব মো. সুমন মিয়া ও শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে মো. নবী পুরস্কার গ্রহণ করেন।
এই শ্রেষ্ঠত্ব অর্জনে সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সকল গ্রাম পুলিশদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এ অর্জন ধরে রাখতে ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও রক্তিম চৌধুরী। তাছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভাল করায় রেজিস্টার জেনারেলের বিশেষ বরাদ্দও লাভ করেছে উপজেলার তিনটহরী ও মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদ।