চৈত্র সংক্রান্তিতে ছুটি ঘোষণায় পার্বত্যবাসীর কৃতজ্ঞতা প্রকাশ


admin প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৫, ৭:৫১ অপরাহ্ন /
চৈত্র সংক্রান্তিতে ছুটি ঘোষণায় পার্বত্যবাসীর কৃতজ্ঞতা প্রকাশ

প্রতিনিধি: চৈত্র সংক্রান্তি উপলক্ষে পার্বত্য অঞ্চলের জনগণের জন্য সরকার কর্তৃক ছুটি ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, “এপ্রিল মাসের ১৩ তারিখ চৈত্র সংক্রান্তি উৎসব উদযাপনের জন্য সরকার ছুটি ঘোষণা করায় পার্বত্যবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এই উপলক্ষে রাজধানীর বেইলি রোডে বিসিএস ফরেন সার্ভিস একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং, যেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, পার্বত্য এলাকার অন্যতম প্রধান উৎসব বিজু নানা আয়োজনে পালিত হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে। গিলা খেলা, বলি খেলা সহ নানা ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে সরগরম হয়ে উঠেছে পুরো পার্বত্য জনপদ।

বিজু উৎসব সম্পর্কে তিনি বলেন, “বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের দিন জুড়ে পালিত হয় এই আনন্দ-উৎসব। ভোর হতেই ছেলেমেয়েরা ফুল সংগ্রহে বের হয়। বুদ্ধ পূজার জন্য ও ঘর সাজাতে এসব ফুল ব্যবহার করা হয়।”
১৩ এপ্রিল চৈত্র মাসের শেষ দিনে মূল বিজু উদযাপিত হয়। নিজস্ব সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটিয়ে এই দিনটিকে ঘিরে পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

উৎসব উপলক্ষে সরকারি সহায়তার কথাও তুলে ধরেন তিনি। তিন পার্বত্য জেলায় ইতোমধ্যেই ৬০০ মেট্রিক টন চাল এবং ৪৫০ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “পাহাড়ি ও বাঙালি – সবাই আমরা ভাই ভাই। বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের এক করে দিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে ঢাকা ও পার্বত্য এলাকায় বিজু উৎসব উদযাপনের আয়োজন করেছে।”